মারেস্কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করল চেলসি
১৮ মাস দায়িত্ব পালনের পর চেলসির প্রধান কোচের পদ ছাড়লেন এনজো মারেস্কা। প্রিমিয়ার লিগের ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, 'চেলসি ফুটবল ক্লাব ও প্রধান কোচ এনজো মারেস্কার মধ্যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টানা হয়েছে।'
স্ট্যামফোর্ড ব্রিজ ছাড়ার সময় লিগ টেবিলে চেলসির অবস্থান পঞ্চম। শীর্ষে থাকা এবং লন্ডনেরই আরেক প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে রয়েছে ১৫ পয়েন্টে। চলতি মৌসুমে লিগে সর্বশেষ সাত ম্যাচে চেলসি পেয়েছে মাত্র একটি জয়।
মারেস্কার বিদায়ের পর ক্লাবটি নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।