দুর্গাপূজা: খুলনায় ৬৫ ফুট কুম্ভকর্ণ, সঙ্গে ৫০১ প্রতিমা

By স্টার নিউজবাইটস

কুম্ভকর্ণের ৬৫ ফুট দীর্ঘ ঘুমন্ত প্রতিমা, সেইসঙ্গে আছে হিন্দু পুরাণের চার যুগের বিভিন্ন কাহিনী অবলম্বনে তৈরি ৫০১টি প্রতিমা। এবারের দুর্গাপূজা ঘিরে বিশাল কর্মযজ্ঞ চলছে খুলনার হাকিমপুর গ্রামের শিকদার বাড়িতে।