বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে: উপদেষ্টা
বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ শেষে তিনি এমনটি জানান।
উপদেষ্টা বলেন, এ বছরের পাঠ্যপুস্তকের মান অতীতের তুলনায় মানসম্মত। এটি অন্তর্বর্তী সরকারের জন্য একটি 'বড় সাফল্য'।
তিনি বলেন, এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনামূল্যের বই ছাপিয়েছে সরকার।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তথ্য বলছে, ২০২৬ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য মোট ৮ কোটি ৫৯ লাখ পাঠ্যপুস্তক ছাপানো হয়েছে।
বোর্ড জানায়, মুদ্রণ, বাঁধাই ইত্যাদি সময়মতো সম্পন্ন হয়েছে এবং বিতরণের তারিখের অনেক আগেই সব বই উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।
প্রাথমিকের পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিতরণ ১০০ শতাংশ সম্পন্ন হলেও এনসিটিবি কর্মকর্তারা জানান, মাধ্যমিকে ৩০ শতাংশেরও বেশি পাঠ্যপুস্তক এখনো স্কুলে পৌঁছায়নি।
এ বছর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর চলমান রাষ্ট্রীয় শোকের কারণে কোনো জাঁকজমকপূর্ণ উদযাপন ছাড়াই অনানুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।