নতুন বছর, নতুন বই

By স্টার অনলাইন রিপোর্ট

নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। করোনাভাইরাস পরিস্থিতির কারণে বই উৎসব না হলেও নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।  

4.jpg
আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে বই বিতরণ। ছবি: প্রবীর দাশ/স্টার

7.jpg
মানিকগঞ্জ জেলা শহরের শহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ। ছবি: জাহাঙ্গীর আলম বিশ্বাস/স্টার

এবারের শিক্ষাবর্ষে ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

6.jpg
সিলেট আগ্রগামী বালিকা স্কুল এন্ড কলেজ থেকে তোলা। ছবি:শেখ নাসির/স্টার

3.jpg
৪ নং মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ। ছবি: প্রবীর দাশ/স্টার

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় মুদ্রিত পাঠ্যপুস্তকও রয়েছে।

2.jpg
৪ নং মোহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই বিতরণ। ছবি: প্রবীর দাশ/স্টার

 

এ বছরের প্রথমদিনে সব শিক্ষার্থীকে বই দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে নতুন বই পাবে শিক্ষার্থীরা।

untitled_design_4.jpg
নতুন বই নিয়ে বাড়ি ফেরা। ছবি: প্রবীর দাশ/স্টার