যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভাবা হচ্ছে না। যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকে আমাদের বৈঠক আছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে।
আজ রোববার দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, এছাড়া অনেকগুলো বিষয় রয়েছে যেমন যদি বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।
শিক্ষার্থীদের টিকাদানের বিষয়ে দীপু মনি বলেন, ১২ বছরের অধিক বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। ১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছেনা।
এ সময় পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে মন্ত্রী বলেন, যদি পাঠ্যবইয়ে কোনো ভুল হয় সেটি অবশ্যই সংশোধন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানসহ অনেকে।
এর আগে সমাবর্তন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। ভিডিও কনফারেন্সে সমাবর্তন বক্তা হিসেবে যোগদেন শান্তিতে নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী।
এবারের সমাবর্তনে স্প্রিং ২০১৯ থেকে সামার ২০২১ পর্যন্ত অনার্স ও মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ ১২ হাজার ১৬৮ জন শিক্ষার্থীকে ডিগ্রী প্রদান করা হয়। এ ছাড়া কৃতিত্ত্বপূর্ণ ফলাফলের জন্য ১২ জন গ্রাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়। এ বছর প্রতিষ্ঠানটি ২টি নতুন স্বর্ণপদক (স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্বর্ণপদক, শেখ মুজিবুর রহমান স্বর্ণপদক) প্রবর্তন করেছে। দুই জন করে শিক্ষার্থী এ স্বর্ণপদক পাবেন।