ঈশ্বরদীতে প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া-কুষ্ঠিয়া মহাসড়কের জয়নগর এলাকায় প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান ঈশ্বরদী উপজেলার চর মিরকামারি এলাকার বাসিন্দা এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক।
পাকশি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিস কুমার সান্যাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ সকাল ৭টার দিকে দাশুরিয়া-কুষ্ঠিয়া মহাসড়কের জয়নগর এলাকায় রাজশাহীগামী প্রাইভেটকারের সঙ্গে রুপপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ৫ যাত্রীসহ চালক আহত হন। তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশাচালক মেহেদি হাসানের মারা যান।'
এ ঘটনায় আহত ৫ জন বর্তমানে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। পুলিশ প্রাইভেটকারটিকে আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ।