কুমিল্লায় প্রাইভেটকার খাদে পড়ে নিহত ৩

By নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে উপজেলার সাহাপাড়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে ক্রসিং ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিরা হলেন—ফেনীর সহকারী ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২) তার স্ত্রী জাহানারা আক্তার (৪৫) ও শ্যালিকা সালমা আক্তার (৪৫)। গাড়িটি গিয়াস উদ্দিন নিজেই চালাচ্ছিলেন।

তিনি আরও বলেন, বৃষ্টির কারণে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে গাছের সঙ্গে ধাক্কা লাগে, পরে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গাড়িতে ৩ জনই ছিলেন। মরদেহ ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।