চট্টগ্রামে বাসের ধাক্কায় সংবাদপত্র বিক্রেতা নিহত

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্নেল হাট এলাকায় বাসের ধাক্কায় সংবাদপত্র বিক্রেতা মো. জাকির হোসেন (৪৫) নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কর্নেল হাট এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই জাকিরের মৃত্যু হয়।

চিটাগাং নিউজ পেপার এজেন্ট স্টাফ সমিতির সভাপতি কাজী আবদুর রহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত মো. জাকির হোসেনের বাড়ি নোয়াখালী জেলার সুধারাম থানার গোপীনাথপুর গ্রামে। সে ২০ বছর ধরে কর্নেল হাট এলাকায় সংবাদপত্র বিক্রি ব্যবসার সঙ্গে জড়িত।'

মো. জাকির হোসেনের মৃত্যুতে চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের নেতারা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।