নেত্রকোণায় ট্রাকচাপায় নিহত ২

By নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ সোমবার সকালে উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্বধলা উপজেলার শালতীঘা গ্রামের সুরুজ আলী (৬৫) ও একই উপজেলার গৌরাকান্দা এলাকার শাহজাহান মিয়া (৩০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'আজ সকাল সাড়ে ৮টায় দুর্গাপুরগামী একটি দ্রুতগতির ট্রাক শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় এলাকায় পৌঁছে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুরুজ আলী মারা যান। এ ঘটনায় ৫ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শাহজাহান মারা যান। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন।'