বরিশালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ৬

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় হারুন নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন হারুন বিকেল ৪টায় মারা গেছেন।

মাইক্রোবাসটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহত ৬ জনের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের ১১ নং ওয়ার্ডে। তারা গাজীপুর থেকে পদ্মা ব্রিজ দেখে কুয়াকাটায় যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিলেন।

গাজীপুর থেকে আসা ব্যবসায়ী আবদুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তারা সবাই গাজীপুর সিটি করপোরেশনের ক্ষুদ্র ব্যবসায়ী। পদ্মা ব্রিজ দেখে কুয়াকাটায় যাওয়ার উদ্দেশে তারা রওনা দিয়েছিল। আমরা আরেকটি মাইক্রোবাস নিয়ে পেছনে আসছিলাম। দুর্ঘটনাস্থলে আমরা ৫ মিনিট পরে পৌঁছাই। গিয়ে দেখি ঘটনাস্থলেই ১ জনের মরদেহ পরে আছে, পরে হাসপাতালে যাওয়ার পথে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।'

গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ মো. বেলাল হোসেন ডেইলি স্টারকে জানান, আজ দুপুরে মোল্লা পরিবহনের বাসটি পটুয়াখালী থেকে ঢাকায় যাচ্ছিল। উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় মাইক্রোবাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে আঘাত করে। এসময় বাসটি মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।'

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'ওই বাসচালক ও হেলপার এখনো পলাতক। তবে কুয়াকাটা-ঢাকা রুটের মোল্লা পরিবহনের বাসটি ও মাইক্রেবাসটিকে আমরা জব্দ করেছি।'