বরিশালে শের-ই-বাংলা মেডিকেলে আগুন আতঙ্ক, রোগীদের ছুটোছুটি

By নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বৈদ্যুতিক তারে আগুন থেকে বৃহস্পতিবার বিকেলে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আতঙ্ক ছড়ায়। আগুনের আতঙ্কে হাসপাতাল জুড়ে শুরু হয় ছোটাছুটি। এক পর্যায়ে হাসপাতালের বিছানা ছেড়ে রোগী ও তাদের স্বজনদের বড় একটি অংশ হাসপাতালের বাইরে চলে আসেন।

হাসপাতালের কর্মচারী তাজুল ইসলাম জানান, একটি বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। হাসপাতালের কর্মচারীরা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন।

আতঙ্কিত এক রোগীর স্বজন জানান, তিনি তার স্বামীকে নিয়ে সার্জারি ওয়ার্ডে ছিলেন। আগুন আতঙ্কে দ্রুত বাইরে আসার চেষ্টা করলেও হুড়োহুড়িতে তিনি বের হতে পারছিলেন না।

হাসপাতাল সূত্রে জানা যায়, এই হাসপাতালে এক বছরে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত আছে।

হাসপাতালটির পরিচালক ডা. সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, হাসপাতালের বৈদ্যুতিক সরঞ্জামগুলো অনেক দিনের পুরনো। এখানে শর্ট সার্কিট থেকে প্রায়ই আগুন লাগে। এগুলো পরিবর্তনের জন্য দীর্ঘ দিন ধরে লিখেও কাজ হচ্ছে না। আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে চিঠি লিখব।