বাঘাইছড়িতে ৬৯ দোকান ভস্মীভূত, আহত ৫

By নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ৬৯টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ৫ যুবক।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বাজারের একটি তেল-গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

স্থানীয়রা জানায়, ওই দোকানের মালিক মিলন দে গ্যাসের চুলা মেরামত করে আগুন জ্বালিয়ে পরীক্ষার সময় পাশে থাকা অকটেনে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান তিনি।

খবর পেয়ে মারিশ্যা জোনের বিজিবি ও দুরছড়ি সেনাবাহিনী ক্যাম্পের শতাধিক সদস্য স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল তাদের সঙ্গে যোগ দেয়।

আগুন নেভাতে গিয়ে স্থানীয় ৫ যুবক আহত হয়েছেন। তাদের স্থানীয় দুরছড়ি সেনাবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই খাগড়াছড়ি ২০৩ রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগুনে ৬৯টি দোকান পুড়ে গেছে।'

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানান তিনি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, 'প্রায় তিন ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কাজ শেষে তদন্তের মাধ্যমে আগুনের বিস্তারিত কারণ জানা যাবে।'