সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, যান চলাচল বন্ধ

By নিজস্ব সংবাদদাতা, পাবনা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

আজ শনিবার দুপুরে উপজেলার খালকুলা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানিয়েছেন, এখনো নিহত ৩ জনের পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, আনুমানিক দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি বনপাড়ার দিকে যাচ্ছিল এবং ট্রাকটি বিপরীত দিক থেকে আসছিল। দুটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।