এফডিসিতে ফেরদৌসকে চলচ্চিত্র শিল্পী সমাজের সংবর্ধনা

By স্টার অনলাইন রিপোর্ট

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীকে লড়বেন। এ উপলক্ষে আজ ১৬ ডিসেম্বর দুপুরে বিএফডিসিতে বাংলাদেশর চলচ্চিত্রশিল্পী ও শিল্পী সমাজের পক্ষে থেকে সংবর্ধনা দেওয়া হয় এই অভিনেতাকে।

সেসময় উপস্থিত ছিলেন অভিননেত্রী অঞ্জনা, সুজাতা, ইলিয়াস কাঞ্চন, রিয়াজ, নতুন, নিপুণ আক্তার, পরিচালক কাজী হায়াত, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, শাহীন সুমন, শাহীন কবীর টুটুলসহ আরও অনেকে।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেন, 'আমাকে এই সম্মান জানানোর জন্য সত্যিই আমি আনন্দিত। আমার বন্ধু ও সহকর্মীদের পাশে পেয়ে অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে আমি ঢাকা-১০ আসনের মনোনয়ন পেয়েছি।'

তিনি আরও বলেন, 'আপনাদের সবাইকে আমার পাশে চাই, সামনে চাই। আমি চাই আপনারা আমাকে যেভাবে সামনে পথ দেখিয়ে সামনে এগিয়ে নিয়ে গেছেন, সেভাবেই এগিয়ে নিয়ে যাবেন আশা করি।'