আদর-দিঘীর ‘টগর’

By স্টার অনলাইন রিপোর্ট

বছরের প্রথমদিন নায়ক আদর-নায়িকা দিঘী নতুন সিনেমার অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসলেন। আলোক হাসান পরিচালিত সিনেমাটির নাম 'টগর'।

টিজারে দেখা যায়, এক ভয়ঙ্কর ব্যক্তি একটি নিথর দেহ পা টেনে নিয়ে যাচ্ছে। পাশেই দাঁড়িয়ে ভয়ার্ত চোখে অসহায় দৃষ্টি মেলে তাকিয়ে আছে এক মেয়ে।

সিনেমাটির কনসেপ্ট তৈরি করেছে এআর টিম আর সংলাপ লিখেছেন মামুনুর রশীদ তানিম। জানা গেছে, আগামী ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি প্রযোজনা করেছে এআর মুভি।

আদর আজাদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।'

দিঘী বলেন, 'সিনেমার গল্পটা অসাধারণ। বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে বলে আমার বিশ্বাস।'