ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হয়েছে: মার্কিন সিনেটর
রিপাবলিকান সিনেটর মাইক লি। ছবি: রয়টার্স
ভেনেজুয়েলায় নজিরবিহীন হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক তুলে নেওয়ার মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন এক সিনেটর।
আজ শনিবার বার্তা-সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রিপাবলিকান সিনেটর মাইক লি।
পরে এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, 'মাদুরো এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে আছে। ভেনেজুয়েলায় আর সামরিক অভিযান চলানোর প্রয়োজন দেখছেন না রুবিও।'
এর আগে, ভেনেজুয়েলায় এই অভিযান চালানোর বিষয়ে সমালোচনা করেছিলেন এই সিনেটর।

