সাঁতরে নদী পার হতে গিয়ে স্কুলশিক্ষক নিখোঁজ

By ​​​​​​নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে সাঁতরে নদী পার হয়ে স্কুল থেকে ফেরার পথে তৈলক্ষ্য বর্মণ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিখোঁজ হয়েছেন।

গতকাল বুধবার বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের ঘাটপাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিখোঁজ ওই শিক্ষক আকচা এলাকার ভুপেন্দ্র বর্মণের ছেলে।

আকচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ বলেন, 'গতকাল বিকেলে আনুমানিক সাড়ে ৪টার দিকে স্কুল ছুটির পর দক্ষিণ বঠিনা ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈলক্ষ্য বর্মণ টাঙ্গন নদী পার হয়ে বাড়ি ফেরার সময় নদীর গভীরে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়। তারা আজ সকালে উদ্ধার কাজ শুরু করেছে।'

স্থানীয়দের কাছে জানা যায়, নদীর এই অংশ দিয়ে ওই এলাকার মানুষ পানি কম থাকলে হেঁটে কিংবা পানি বেশি থাকলে সাঁতরেই পার হন। কাছাকাছি কোনো সেতু না থাকায় তাদেরকে এভাবেই পার হতে হয়।

তারা জানান, নদীর এক পারে তৈলক্ষ্য বর্মণের বাড়ি ও স্কুল নদীর ২ পারেই।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. সারোয়ার হোসেন জানান, নদীতে স্রোতের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে।

উদ্ধার কাজ চলমান রয়েছে। আজ সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ শিক্ষককে উদ্ধার করা যায়নি।