সিলেটে প্রাইভেটকার খালে, সন্তানসহ বাবা নিহত
সিলেটের-তামাবিল মহাসড়কের নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খালে পড়ে গিয়ে ৪০ দিন বয়সী সন্তানসহ এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের দিকে বেড়াতে যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড় গ্রামের রুবেল আহমদ (৩৫) ও তার সন্তান রাহি আক্তার আদরী। দুর্ঘটনায় রুবেলের স্ত্রী কাজল আক্তার, কাজলের ভাই রাসেল আহমদ ও তার স্ত্রী আনিকা আক্তার আহত হয়েছেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, 'মহাসড়কের ব্রিজের সংযোগ সড়ক বাঁকা, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে খালে পড়ে যায় প্রাইভেট কারটি। দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর শিশু সন্তান ও বাবাকে মৃত ঘোষণা করা হয়।'
তিনি আরও বলেন, 'আহতরা এখন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।'