টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী নিহত

By নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলে মোটরসাই‌কেল দুর্ঘটনায় বঙ্গবন্ধু রেলসেতুতে কর্মরত এক প্রকৌশলী নিহত হ‌য়েছেন। 

নিহত শাহ আব্দুল মঈন (৩৫) নি‌র্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতু‌তে সাইট সি‌ভিল ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টা ৫০ মি‌নি‌টের দি‌কে সেতুর পূর্ব গোলচত্ত্বর এলাকায় তার মোটরসাইকেল এক‌টি ট্রাক‌কে ওভারটেক কর‌তে গি‌য়ে অপর ট্রা‌কের সঙ্গে সংঘ‌র্ষ হয়। 

গুরুতর আহত অবস্থায় তাকে  টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রে। 

ওসি বলেন, 'তার মর‌দেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে তার মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।'