গোপালগঞ্জে এক্সকাভেটর-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৪, আহত ৪

By স্টার অনলাইন রিপোর্ট

গোপালগঞ্জ সদরে এক্সকাভেটর ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

358504289_939813550647128_6482434863451466694_n.jpg
ছবি: গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সৌজন্যে

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়ে বলেন, 'অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল।'

গোপালগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক ডেইলি স্টারকে জানান, সংবাদ পেয়ে ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালান এবং আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।