বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশাচালক নিহত

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের টোক বাইপাসে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি অটোরিকশাচালক আবু বক্কর কিশোরগঞ্জের কৃষ্টপুর গ্রামের বাসিন্দা।

টোক নয়নবাজার পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক সুজন রঞ্জন তালুকদার এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গাজীপুরগামী বাসটির সঙ্গে পাকুন্দিয়াগামী অটোরিকশাটির সংঘর্ষ হলে অটোরিকশাচালক বক্কর ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার দেওয়ান মোহাম্মদ আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিস টিম উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

এদিকে, গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের আমরাইদ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হন।