ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

By নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার ধামরাই উপজেলায় বাস ও ট্রাকের তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন।

আজ বুধবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার খাগুর্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় অবস্থিত গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকদের নিয়ে স্টাফ বাস খাগুর্তা এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সে সময় বাসটি খাদে পড়ে যায় এবং তিন নারী শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।'

'এই দুর্ঘটনায় অন্তত ১৫ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো হতাহত কারও পরিচয় জানা যায়নি,' যোগ করেন তিনি।