বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য: বিএনপি নেতা হাবিবুরকে আদালতে তলব

By স্টার অনলাইন রিপোর্ট

দুর্নীতির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় দেওয়া বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে আগামী ৬ নভেম্বর আদালতে তলব করেছে হাইকোর্ট। 

একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান সম্পর্কে মন্তব্য করায় কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নিম্ন আদালতের বিচারক থাকাকালে খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা দেন তিনি।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাইনুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বিষয়টি নিষ্পত্তির জন্য বেঞ্চে পাঠানোর পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডিএজি মাইনুল বলেন, বিচারপতি আখতারুজ্জামানকে নিয়ে হাবিবুরের নিন্দনীয় বক্তব্য সম্পর্কে প্রধান বিচারপতিকে জানানো হয়েছে।