নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন, সমাবেশ

By স্টার অনলাইন রিপোর্ট

নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য বন্ধের দাবিতে রাজধানীতে প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জেন্ডার প্ল্যাটফর্ম, এশিয়া ফ্লোর ওয়েজ অ্যালায়েন্স বাংলাদেশ, নারী মৈত্রী, হিল উইমেন্স ফেডারেশনসহ কয়েকটি সংগঠন কর্মসূচি পালন করতে দেখা যায়।

mohamedan-2.jpg
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আনিসুর রহমান/স্টার

কর্মসূচিতে ধর্ষণ, নিরাপত্তাহীনতাসহ নারীর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদ জানানো হয়।

chandpur_dead_hilsha_16may25.jpg
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আনিসুর রহমান/স্টার

ঘটনাস্থলে থাকা দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, কর্মসূচিতে অংশ নেওয়া প্রায় সবার হাতেই নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি নিয়ে ব্যানার, পোস্টার ছিল।

gaza1.jpg
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। ছবি: আনিসুর রহমান/স্টার

নারী ও শিশু ধর্ষণ বন্ধ, নদী ঘাট রাস্তায় চলাফেরায় নিরাপত্তা, কর্ম ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান কর্মসূচিতে অংশগ্রহণকারী।