সংশোধনী

গত ২১ ডিসেম্বর বিএনপি আয়োজিত সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে আমি দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে অগ্নিসংযোগের ঘটনাকে বাংলাদেশে এই ধরনের প্রথম ঘটনা হিসেবে উল্লেখ করেছিলাম।

এরপর আমার নজরে এসেছে যে, অতীতে সংবাদমাধ্যমে অগ্নিসংযোগের আরও ঘটনা ঘটেছে—যদিও সেখানে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি বা জীবন ও সম্পত্তির জন্য এতটা হুমকি তৈরি হয়নি।

তথাপি, আমি আমার ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং এই সংশোধনী নোটটি আমরা অনলাইনে প্রচারিত প্রতিবেদনের সঙ্গেও সংযুক্ত করা হবে।

মাহফুজ আনাম