উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি: প্রেস সচিব

By স্টার অনলাইন রিপোর্ট

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে পরিবর্তন নিয়ে সম্প্রতি কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অতি সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে রদবদল হতে পারে এমন খবর ছড়িয়ে পড়ে। এছাড়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে এমন খবরও পাওয়া যায়।

এ বিষয়ে সংবাদ সম্মেলন জানতে চাওয়া হলে প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'আমি এ বিষয় (উপদেষ্টা পরিষদে পরিবর্তন) সম্পর্কে জানি না এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি।'