বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্স আটক, দাবি পরিবারের

By স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সকে আটক করে নিয়ে গেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে অভিযোগ করেছে তার ছেলে।

আজ শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এমরান সালেহ প্রিন্সের ছেলে আলিফের বরাত দিয়ে তিনি বলেন, 'এমরান সালেহ প্রিন্স রাজধানীর বাড্ডায় বোনের বাসায় ছিলেন। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেখান থেকে তাকে আটক করা হয়েছে।'

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ফারুক হোসেন ডেইলি স্টারকে বলেন, তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদকে একাধিকার কল করা হলেও তিনি রিসিভ করেননি। এসএমএস দিলেও এই প্রতিবেদন প্রস্তুত করা পর্যন্ত জবাব দেননি।