কোন ‘চাপ’ নেই মুমিনুলের

By ক্রীড়া প্রতিবেদক

সর্বশেষ খেলা ৯ টেস্টের আটটিতেই হার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে কদিন আগেই হোয়াইটওয়াশের ক্ষত এখনও দগদগে বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার মাঠে আরেকটি সিরিজের আগে এসবের কোন প্রভাব দেখছেন না বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তিনি না দল, কেউই কোন চাপ অনুভব করছেন না বলে জানান তিনি।

সাদা পোশাকে টানা খারাপ সময়ে থাকা বাংলাদেশ সব শেষ ৯ হারের মাঝে পাঁচ টেস্টে আবার রীতিমতো ইনিংস ব্যবধানে হেরেছে। বুধবার পালেকেল্লেতে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট। তার আগে মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উঠল দলের দুঃসময়ের কথা।

তবে অধিনায়ক জানালেন, এসব নিয়ে কোন ধরণের চাপ কাজ করছে না তদের,  ‘চাপ যদি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই। আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে। আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি। কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রক্রিয়া ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।’

খেলার আগে এমন আত্মবিশ্বাস থাকলেও খেলতে নামার পর সেই প্রক্রিয়াতেই হয়ে যায় গলদ। এই সিরিজে আবার তা হলে কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে অধিনায়ক মুমিনুল, কোচ রাসেল ডমিঙ্গোকেও।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানালেন, মাঠের বাইরে পরে কি হবে তা নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই তাদের। তারা মজে থাকতে চান মাঠের ক্রিকেটে,  ‘আমি শ্রীলঙ্কায় এসেছি, মাঠে নামব, বোলার বল করবে, আমি ব্যাটিং করব, আর আমার বোলাররা বল করবে, ওদের ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, আমাদের ফিল্ডাররা ফিল্ডিং করবে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলব। আমি আসলে এসব নিয়েই ভাবিত। আপনি যেগুলা বললেন (খারাপ করলে বিসিবির কঠোর সিদ্ধান্ত) এগুলা নিয়ে উদ্বিগ্ন না। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় এসব নিয়ে এত ভাবার দরকার নেই।’