আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, চূড়ান্ত অ্যাশেজের সূচিও
ছবি: আইসিসি টুইটার
ঘরের মাঠে আগের বছরই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। করোনাভাইরাসের কারণে তা ভেস্তে গেলেও সুযোগ হাতছাড়া হচ্ছে না রশিদ খানদের। চলতি বছরে নভেম্বরে হবে সে টেস্ট। ডিসেম্বর-জানুয়ারিতে আসছে অ্যাশেজের সূচিও চূড়ান্ত হয়েছে।
২৭ নভেম্বর নবীন টেস্ট দল আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে টিম পেইনের দল। ম্যাচের ভেন্যু ঠিক হয়েছে হোবার্ট।
এরপরই শুরু হবে তাদের বড় পরীক্ষা। প্রধান প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যবাহী অ্যাশেজ শুরু হবে ৮ ডিসেম্বর, ব্রিজবেনে।
বরাবরের মতো ২৬ ডিসেম্বর মেলবোর্নে হবে বক্সিং ডে টেস্ট। ৫ জানুয়ারি নতুন বছরের প্রথম টেস্ট হবে সিডনিতে। ১৪ জানুয়ারি সিরিজের শেষ টেস্টের ভেন্যু পার্থ। তবে ঐতিহ্যবাহী ওয়াকা গ্রাউন্ডে নয় এবার খেলা হবে পার্থ স্টেডিয়ামে।
চলতি বছর জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আছে অস্ট্রেলিয়ার। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা স্টিভেন স্মিথদের। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই শুরু হবে তাদের টেস্ট মৌসুম। একটানা ছয় টেস্ট খেলবে ক্যাঙ্গারুরা।