সিরিজের আগে ঝড়ো ব্যাটিংয়ে প্রস্তুতি সারলেন তামিম

By ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে দারুণ প্রস্তুতি হলো বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের। দলকে জেতাতে তিনি খেলেছেন ৫৮ বলে ৮০ রানের বিস্ফোরক ইনিংস। রান পেয়েছেন মুশফিকুর রহিমও।

বৃহস্পতিবার বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগাভাগি হয়ে একমাত্র অনুশীলন ম্যাচে নামেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাতে বিসিবি সবুজ দলকে ৫ উইকেটে হারিয়েছে বিসিবি লাল দল।

৪৫ ওভারে সবুজ দলের করা ২৮৪ রান ৪১ ওভার ব্যাট করেই পেরিয়ে যায় লাল দল।  তামিমের ৮০ ছাড়াও ফিফটি করেছেন মুশফিক। মাত্র ৫৫ বলে ৬ চার, ২ ছক্কায় ৬৪ রান করেন তিনি।

বিকেএসপির চার নম্বর মাঠে ২৮৫ রানের বড় লক্ষ্য নেমেই তাণ্ডব শুরু করেন তামিম। আরেক পাশে লিটন দাস সুবিধা করতে পারেননি। ১৬ বলে ১৫ রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি।

এরপর ইমরুল কায়েসকে নিয়ে ছুটে যান তামিম। দুজনের জুটিতে আসে ৫৯ রান। মাত্র ৩৬ বলে ৪ বাউন্ডারি, ২ ছক্কায় ফিফটি পেরুন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ৮০ রানের ইনিংসে তামিম সব মিলিয়ে মেরেছেন ৪ ছক্কা আর ৭ চার।

শ্রীলঙ্কার বিপক্ষে মূল স্কোয়াডে জায়গা না পাওয়া ইমরুল করেছেন ৩৭ বলে ৩৩ রান। দলে জায়গা হারানো আরেক ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত রান পাননি। শেখ মেহেদী হাসানের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ২৪ রান, মোসাদ্দেক হোসেন সৈকত ২৫ বলে করেন ২৮ রান। সবুজ দলের সফলতম বোলার ছিলেন মাহমুদউল্লাহ। ৫ ওভার বল করে ২৯ রানে ২ উইকেট নিয়েছেন তিনি।

এর আগ সবুজ দলের হয়ে ফিফটি করেন সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। রান আসে নাঈম শেখের ব্যাট থেকেও।

সবুজ দলের ইনিংসের বিস্তারিতপ্রস্তুতি ম্যাচ রান পাননি সাকিব, সৌম্য-মাহমুদউল্লাহ-আফিফের ফিফটি

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি সবুজ দল: ৪৫ ওভারে ২৮৪/৩ (নাঈম ৩৮* অবসর, সৌম্য অবসর ৬০*, সাকিব ২৮, মিঠুন ৩, মাহমুদউল্লাহ ৬২* অবসর, আফিফ ৬৪* অবসর, মিরাজ ১৭, বিপ্লব ৩*; মোস্তাফিজ ০/৪৮, সাইফুদ্দিন ০/৬৫, শেখ মেহেদী ২/৪০, শরিফুল ১/৪৫, মোসাদ্দেক ০/৩৮, নাসুম ০/৪৪)

বিসিবি লাল দল:  ৪১ ওভারে ২৮৮/৫  (তামিম ৮০, লিটন ১৫, ইমরুল ৩৩, মুশফিক ৬৪* (স্বেচ্ছা অবসর), শান্ত ৯, মোসাদ্দেক ২৮ (আবার ফিরে ২*), শেখ মেহেদী ২৪* (স্বেচ্ছা অবসর), সাইফুদ্দিন ২৬ ; তাসকিন  ০/৪৫, শহিদুল ০/২৩, সাকিব ১/৪৫, মিরাজ ৫২,  মাহমুদউল্লাহ ২/২৯, তাইজুল ১/২১, বিপ্লব ১/৩৪, আফিফ ০/৯, সৌম্য ০/২৮)

ফল: সবুজ দল ৫ উইকেটে জয়ী।