মুমিনুল সেঞ্চুরি হাতছাড়া করার পর ইনিংস ঘোষণা করল বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক

লাঞ্চের আগেই লিড হয়ে গিয়েছিলো পাঁচশোর ছুঁইছুঁই। ইনিংস ঘোষণা তখন সময়ের ব্যাপার। তবে মুমিনুল হক সেঞ্চুরির কাছে থাকায় লাঞ্চের পরও ব্যাট করতে নামল বাংলাদেশ। লিড পাঁচশো ছাড়ালেও মুমিনুল সেঞ্চুরি পেলেন না, তার আউটের সঙ্গেই ইনিংস ছেড়ে দেন নাজমুল হোসেন শান্ত। 

শনিবার মিরপুর টেস্টের চতুর্থ দিনের লাঞ্চ বিরতির পর ৪ উইকেটে ২৯৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৭৬ করা স্বাগতিকরা প্রতিপক্ষকে ২৬৫ রানে আটকে নিয়েছিলো বিশাল লিড। এবার দুই ইনিংস মিলিয়ে ৫০৮ রানের লিড নিয়ে আয়ারল্যান্ডকে বিশাল লক্ষ্য তাড়ার  চ্যালেঞ্জ দিল বাংলাদেশ। 

মিরপুর টেস্ট জিততে তাই ৫০৯ রান করতে হবে আয়ারল্যান্ডকে। ম্যাচ বাঁচাতে ব্যাট করতে হবে পাঁচ সেশন। নতুন এই টেস্ট খেলুড়ে দলের জন্য দুটোই প্রায় অসম্ভব সমীকরণ। 

দিনের সেশনে খেলা হয় ২৯ ওভার। তাতে ২ উইকেট হারিয়ে বাংলাদেশ যোগ করে আরও ১২৪ রান। লাঞ্চের পর নেমে আর ১৭ রান যোগ করে স্বাগতিক দল। 

আগের দিনের পুঁজির সঙ্গে আর ২০ রান যোগ করে ফেরেন সাদমান। অফ স্পিনার ম্যাকব্রিনের বলে এলবিডব্লিউ হন তিনি। রানে ভরা উইকেটে প্রথম ইনিংসের মতন দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ শান্ত। ৫ বলে ১ রান করে তিনি ক্যাচ দিয়ে ফেরেন পেসার জর্ডান নেইলকে।

১৭৪ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে আরও ১২৩ রান যোগ করে মুমিনুল-মুশফিক। লেগ স্পিনার গাভিন হোয়ের বলে ১১৮ বলে ৮৭ করে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। শততম টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি (৫৩) করে অপরাজিত থাকেন মুশফিক। শততম টেস্টে নেমে দুই ইনিংসে সেঞ্চুরির নজির আছে কেবল রিকি পন্টিংয়ের। তাকে সেই অর্জনে ছুঁতে না পারলেও সেঞ্চুরি ও ফিফটিতে একটা কীর্তি হলো তার।