কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের

By স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএল ২০২৬ থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। শনিবার বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে এ তথ্য নিশ্চিত করেন। তার ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকজন হিন্দু নাগরিক নিহত হওয়ার ঘটনার খবর সামনে আসার পরই বিসিসিআই এই পদক্ষেপ নেয়। দেবজিৎ সাইকিয়া জানান, মোস্তাফিজকে স্কোয়াড থেকে মুক্ত করলে কেকেআর চাইলে তার বদলে নতুন খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেবে বোর্ড।

এএনআইকে সাইকিয়া বলেন, 'সাম্প্রতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার কারণে বিসিসিআই কেকেআরকে বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজি যদি বিকল্প খেলোয়াড় চায়, সেটার অনুমতিও দেওয়া হবে।'

উল্লেখ্য, আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের মিনি-নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। সে সময় চেন্নাই সুপার কিংসের (সিএসকে) সঙ্গে তীব্র দরকষাকষির লড়াইয়ে শেষ পর্যন্ত এগিয়ে যায় শাহরুখ খানের দল। তবে গত কয়েকদিন ধরে ভারত-বাংলাদেশের টানাপোড়েন সম্পর্কের মধ্যে মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআর ও সহ-মালিক শাহরুখ খানকে ঘিরে সমালোচনা তীব্র হয়ে ওঠে।

বিজেপি ও শিবসেনার একাধিক রাজনৈতিক নেতা 'জাতীয় আবেগ উপেক্ষা করার' অভিযোগ তুলে শাহরুখ খান ও কেকেআরের বিরুদ্ধে প্রকাশ্যে আক্রমণ শানান। বিশেষ করে গত মাসে ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু নাগরিকের মৃত্যুর ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও চাপে পড়ে। এর পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার আরও কিছু ঘটনার খবর সামনে আসায় মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিও জোরালো হতে থাকে।

এর আগেই বিজেপি নেতা সঙ্গীত সোম বাংলাদেশি খেলোয়াড়কে দলে নেওয়ার জন্য শাহরুখ খানকে 'গাদ্দার' বলেও কটাক্ষ করেছিলেন।

তবে এসব ঘটনার মধ্যেও বিসিসিআই সচিব ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে কোনো মন্তব্য করেননি। সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শুক্রবার জানিয়েছে, ভারতীয় দল ২৮ আগস্ট ঢাকায় পৌঁছাবে। উল্লেখ্য, অস্থিরতার কারণে এই সিরিজটি গত বছর আগস্টে হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে দেওয়া হয়।

এর আগে কেকেআর মোস্তাফিজকে দলে নেওয়ার পর বিসিবি তাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল, যাতে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ মিস করে পুরো আইপিএলে খেলতে পারেন।

সবশেষ আইপিএল ২০২৫ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে রিপ্লেসমেন্ট খেলোয়াড় হিসেবে তিন ম্যাচে চার উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। আইপিএলে এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলে তাঁর শিকার ৬৫ উইকেট। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতেও খেলেছেন মোস্তাফিজ।