বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ জানাতে বিসিবিকে বলেছেন ক্রীড়া উপদেষ্টা

By ক্রীড়া প্রতিবেদক

রাজনৈতিক কারণে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার নির্দেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। একইসঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নির্দেশ দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ক্রীড়া উপদেষ্টা জানান, ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক সাম্প্রদায়িক শক্তির কাছে নতি স্বীকার করে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

নির্বাচনকালীন সময়ের জন্য ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা জানান, তিনি বিসিবিকে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়ার নির্দেশ দিয়েছেন, 'বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি।'

এই উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচগুলো ভারতের পরিবর্তে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করার জন্য আইসিসির কাছে জোরালো দাবি জানাতে বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা আরও জানান, বাংলাদেশের মর্যাদা রক্ষায় কঠোর অবস্থান নিচ্ছে সরকার। তিনি দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টাকে অনুরোধ করেছেন যেন বাংলাদেশে আইপিএলের সকল ধরনের সম্প্রচার অবিলম্বে বন্ধ করে দেওয়া হয়।

ক্রিকেটারদের সম্মান ও দেশের মর্যাদার প্রশ্নে আপস করা হবে না উল্লেখ করে ড. আসিফ নজরুল বলেন, 'আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, ক্রিকেটার এবং দেশের অবমাননা মেনে নেব না। গোলামীর দিন শেষ!'