পরপর তিন দিনে গোল: ক্লুইভার্টের ছেলেদের বিরল ‘হ্যাটট্রিক’

By স্পোর্টস ডেস্ক

প্যাট্রিক ক্লুইভার্টের ছেলেরা প্রমাণ রাখলেন, গোল করার সহজাত প্রবণতা নেদারল্যান্ডসের এই কিংবদন্তি ফুটবলারের পরিবারে বহমান আছে। পরপর তিন দিনে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে গোল করলেন তিন ভাই।

এই ধারা শুরু হয় গত বুধবার উয়েফা যুব লিগে। ১৯ বছর বয়সী উইঙ্গার শেন ক্লুইভার্ট ডি-বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত শটে জাল কাঁপান। তার দল বার্সেলোনা পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে হারায় পিএসজিকে।

এরপর বৃহস্পতিবার হেড থেকে নিশানা ভেদ করেন ২৪ বছর বয়সী ডিফেন্ডার রুবেন ক্লুইভার্ট। ইউরোপা লিগের ম্যাচে তার ক্লাব অলিম্পিক লিওঁ ২-০ গোলে জেতে রেড বুল সালজবুর্গের বিপক্ষে।

সবশেষ শুক্রবার ২৬ বছর বয়সী উইঙ্গার জাস্টিন ক্লুইভার্ট দূরপাল্লার দারুণ শটে জাল খুঁজে নেন। তার দল বোর্নমাউথ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জেতে ফুলহ্যামের বিপক্ষে।

টানা তিন দিনে তিন ছেলের গোল ও তাদের ক্লাবের জয় দেখে ভীষণ আনন্দিত ক্লুইভার্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লিখেছেন, 'গর্বিত বাবা।' বর্তমানে তিনি ইন্দোনেশিয়া জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন।

খেলোয়াড়ি জীবনে নেদারল্যান্ডস জাতীয় দলের পাশাপাশি বার্সেলোনা, এসি মিলান ও আয়াক্স আমস্টারডামের মতো ক্লাবে খেলেন ক্লুইভার্ট। বর্ণাঢ্য ক্যারিয়ারে তার গোলসংখ্যা ছিল প্রায় আড়াইশ।