ভিনিসিয়ুসের জোড়া গোলে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ
শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে রিয়াল মাদ্রিদ। দলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র, গোল পেয়েছেন কিলিয়ান এমবাপেও।
এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেল লস ব্লাঙ্কোস। রবিবার সেভিয়ার মাঠে খেলতে নামবে বার্সেলোনা।
গত সপ্তাহের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হারের পর রিয়াল এই জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ালো। চ্যাম্পিয়নস লিগে কাজাখস্তানের ক্লাব কাইরাতকে হারিয়ে দীর্ঘ সফর শেষে দেশে ফিরে এবার আবারও লা লিগায় মনোযোগ দেয় মাদ্রিদ।
গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলের বিব্রতকর হারের পর জাবি আলোনসোর দলটির সামনে ছিল অনেক কিছু প্রমাণ করার। প্রতিপক্ষ ভিয়ারিয়ালও ছিল শক্তিশালী, বর্তমানে লিগে তৃতীয় স্থানে।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, 'আমি দারুণ খেলেছি এবং এই আত্মবিশ্বাস ধরে রেখে আরও ভালো করতে চাই, আমরা ভালো অবস্থানে আছি... আন্তর্জাতিক বিরতি শেষে বড় ম্যাচগুলো আছে আমাদের, সেখানে আত্মবিশ্বাস খুব জরুরি।'
মৌসুমের শুরুটা খারাপ হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে আবার ছন্দে ফিরেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
তার নৈপুণ্যে খুশি কোচ আলোনসো, 'ভিনির পারফরম্যান্স অসাধারণ ছিল, সে আজ নির্ধারক ভূমিকা রেখেছে — আমি ওর জন্য খুব খুশি।'
চোটগ্রস্ত দানি কারভাহাল ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের অনুপস্থিতিতে আলোনসো দলে ফেরান ফেদে ভালভার্দেকে, যিনি খেলেন রাইট-ব্যাক পজিশনে।
সান্তিয়াগো বার্নাব্যুতে ধীরগতির প্রথমার্ধে রিয়াল মাদ্রিদই ছিল তুলনামূলকভাবে এগিয়ে।
কিশোর ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর শট ঠেকিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার রেনাতো ভেইগা, এমবাপের পাসে তিনি শট নেওয়ার সুযোগ পেয়েছিলেন।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের নেওয়া শটটি সান্তি কোমেসানার গায়ে লেগে দিক বদলে চলে যায় অসহায় গোলরক্ষক আর্নাউ টেনাসের জালে।
শেষ ২৫ মিনিটে মাঠে নামানো হয় জুড বেলিংহামকে — আতলেতিকোর বিপক্ষে বিপর্যয়ের পর টানা দ্বিতীয় ম্যাচেও তিনি ছিলেন বেঞ্চে।
ইংল্যান্ড দলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের স্কোয়াড থেকেও তাকে বাদ দিয়েছেন থমাস টুখেল, তাই মাঠে নামেই নিজের যোগ্যতা প্রমাণে মরিয়া ছিলেন বেলিংহাম।