হালান্ডের প্রতি বার্সেলোনার আগ্রহ নিয়ে গার্দিওলা বললেন, ‘সে এতটা বোকা নয়’

By স্পোর্টস ডেস্ক

আর্লিং হালান্ডের বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনকে হেসে উড়িয়ে দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। তার মতে, হালান্ড 'এতটা বোকা' নন যে ইংলিশ জায়ান্টদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করার পর ক্লাবটি ছাড়ার কথা ভাববেন।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ১১ গোল করেছেন হালান্ড। আগামী ২০৩৪ সাল পর্যন্ত থাকার জন্য নরওয়েজিয়ান স্ট্রাইকার সম্প্রতি সিটির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা হালান্ডকে স্প্যানিশ পরাশক্তিদের ডেরায় নিতে ভীষণ আগ্রহী। তবে গার্দিওলার বিশ্বাস, হালান্ডের ভবিষ্যৎ ম্যানচেস্টারের ক্লাবটিতেই সুরক্ষিত।

হালান্ডের বার্সায় যাওয়ার জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে রোববার গণমাধ্যমকর্মীদের গার্দিওলা বলেন, 'আমি মনে করি, আর্লিং এতটা বোকা নয় যে এমন কিছুতে স্বাক্ষর করবে, যা সে পূরণ করতে চায় না— এটা নিশ্চিত।'

যদিও বাস্তবতা মেনে নিয়ে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ এরপর বলেন, 'তবে এটা ফুটবল, কে জানে সামনে কী হবে। সত্যি বলতে, আমি জানি না কী হবে। আমি শুধু জানি, ওর এখানে দীর্ঘমেয়াদী চুক্তি আছে। আর সে খুব ভালো খেলছে এবং অনেক গোল করছে।'

গার্দিওলা স্বীকার করেন, হালান্ডকে পেতে চায় এমন ক্লাব দুনিয়ায় আছে অসংখ্য। কিন্তু এখনই প্রিয় শিষ্যের ম্যান সিটি ছাড়ার কোনো সম্ভাবনা দেখেন না তিনি।

সিটিজেনদের কোচের ভাষায়, 'তুমি কি এমন একটা ক্লাব দেখাতে পারবে যারা আর্লিংকে পাওয়ার স্বপ্ন দেখে না? আমি বুঝতে পারি, বার্সেলোনা তাকে নিয়ে স্বপ্ন দেখে, যেমন দুনিয়ার সব ক্লাবই দেখে। যদি আর্লিং আমাদের দলে না থাকত, তাহলে ম্যান সিটিও তাকে পাওয়ার স্বপ্ন দেখত। আমার মনে হয়, আমাদের দলটা তাকে অনেক সাহায্য করে ও সমর্থন দেয়।'