বিশ্বকাপ নিশ্চিত করল এশিয়ার কাতার ও আফ্রিকার আরও তিন দল

By স্পোর্টস ডেস্ক

২০২২ বিশ্বকাপে আয়োজক হিসেবে খেলেছিল কাতার। মধ্যপ্রাচ্যের দেশটি এবার বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে। বিশ্বকাপ নিশ্চিত করেছেন আফ্রিকা মহাদেশের তিন দল দক্ষিণ আফ্রিকা, আইভরি কোস্ট ও সেনেগালও।

মঙ্গলবার  সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপের টিকেট কাটে কাতার। এদিকে আফ্রিকা মহাদেশে গ্রুপ পর্বের বাছাইয়ের টানটান উত্তেজনাপূর্ণ শেষ দিনে দক্ষিণ আফ্রিকাও একটি কঠিন গ্রুপ জয় নিশ্চিত করেছে। যেখানে আফ্রিকার আরেক জায়ান্ট নাইজেরিয়াকে তারা প্লে-অফের দিকে ঠেলে দিয়েছে। এর একদিন আগেই কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১০ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলেছিলো দক্ষিণ আফ্রিকা, এরপর এই প্রথম বাছাই পেরুতে পারল তারা। 

বিশ্বকাপ নিশ্চিত করেছে আফ্রিকা মহাদেশের দুই বড় শক্তি সেনেগাল ও আইভরি কোস্ট।

ইউরোপীয় দলগুলির এখনও তাদের বাছাইপর্বের গ্রুপ শেষ করতে কিছুটা পথ যেতে হবে, তবে কিছু অগ্রগতি হওয়ায় চিত্রটি আরও পরিষ্কার হয়ে উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ কোন দলগুলো খেলছে?

তিন স্বাগতিকসহ বুধবার পর্যন্ত ২৮ দলের বিশ্বকাপ নিশ্চিত হয়ে গেছে। আরও বাকি ২০ দল।  এখানে ছয়টি অঞ্চলের নিশ্চিত প্রতিযোগীদের একটি তালিকা দেওয়া হলো:

আয়োজক: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র। 

এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান। 

আফ্রিকা: আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া।

ইউরোপ: ইংল্যান্ড। 

ওশেনিয়া: নিউজিল্যান্ড।

 দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।