পালানোর আগেই শয়নকক্ষ থেকে মাদুরোকে আটক করা হয়: ট্রাম্প

By স্টার অনলাইন ডেস্ক

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে।

আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারকাসে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনী মাদুরোর 'অত্যন্ত সুরক্ষিত দুর্গে' হামলা চালিয়েছে এবং তিনি নিরাপদ কক্ষে পালানোর চেষ্টা করার সময় আটক করেছে।

ট্রাম্প বলেছেন, ফ্লোরিডায় মার-এ-লাগোতে তার ব্যক্তিগত বাসভবন থেকে 'টিভি অনুষ্ঠানের মতো' দৃশ্যটি দেখেছেন।

তিনি ফক্স নিউজকে বলেন, 'মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।'

'তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,' বলেন ট্রাম্প।

সিএনএনের প্রতিবেদন বলা হয়, মাদুরো ও তার স্ত্রীকে ভোরে শয়নকক্ষ থেকে টেনেহিঁচড়ে আটক করা হয়।

সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ঘুমন্ত অবস্থায় এই দম্পতিকে আটক করা হয়েছিল।

নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে। মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে তাদের ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হতে পারে।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, তারা মাদুরো ও সিলিয়া ফ্লোরেসের অবস্থান সম্পর্কে জানেন না।

মার্কিন হামলায় সামরিক ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে বলেও দাবি করেন তিনি।

তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিজাত ডেল্টা ফোর্সের এই অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।