ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৬

By নিজস্ব সংবাদদাতা, নরসিংদী

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সব যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার পঁচারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতদের মধ্যে চার জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মনোহরদী উপজেলার চখবপদি এলাকার সমির উদ্দিনের মেয়ে মারুফা (২৩), শিবপুরের বৈলাব এলাকার মৃত আব্দুর রশিদ ফকিরের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪০), শিবপুরের সাতপাড়া এলাকার রহির ছেলে সিএনজিচালক শাহিন (৩৫) ও রায়পুরার মির্জারচর এলাকার মোস্তফা (৪৮)।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলা মোড় থেকে মনোহরদীর দিকে যাচ্ছিল। পথে পঁচারবাড়িতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ট্রাকের নিচে চাপা পড়া মরদেহগুলো উদ্ধার করেন।