বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স
বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন—শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) এবং লিটনের ছেলে রিফাত রহমান (২১)। তারা তিনজন বন্ধু।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আজিজুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ইফতারের কয়েক মিনিট আগে এই তিন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। সে সময় পেছন থেকে ট্রাক বা বাস এসে তাদের চাপা দিয়ে যায়। নাঈমের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। বাকি দুইজন সেলিম ও রিফাত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।'