ঢাকার ১৫টি আসনে ২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

By স্টার অনলাইন রিপোর্ট

আসন্ন সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার ১৫টি আসনের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

তফসিল অনুযায়ী আজ রোববার শেষ দিনে তারা দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করলেন।

সেগুনবাগিচায় ঢাকার রিটার্নিং কার্যালয়ের সম্মেলন কক্ষে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম এ তথ্য জানান।

তাদের মধ্যে জাতীয় পার্টির ৭ জন, ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন, জাকের পার্টির ১৩ জন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি (জেপি), সাংস্কৃতিক মুক্তিজোট ও ইসলামী ঐক্যজোটের একজন করে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।