নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

আজ শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ের সামনে সড়ক বিভাজকের পাশে এ ঘটনা ঘটে।

কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

বিএনপি কার্যালয়ের পাশে থাকা এক প্রত্যক্ষদর্শী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ককটেলটি চলন্ত কোনো গাড়ি থেকে নিক্ষেপ করা হতে পারে।'

এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ডেইলি স্টারকে বলেন, 'সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।'

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।'

এর আগে, নয়াপল্টনে মহাসমাবেশের সমর্থনে বিকেল ৪টার দিকে দলীয় কার্যালয়ের সামনের সড়কে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন।