রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় খালেদা জিয়া

By স্টার অনলাইন রিপোর্ট

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।

608043985_882810761104562_8619699903650585177_n.jpg
মায়ের কবরে মাটি দিচ্ছেন ছেলে তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

এর আগে, জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউতে বিপুল মানুষের অংশগ্রহণে তার জানাজা হয়। এসময় ঢাকার বিভিন্ন রাস্তা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

পরে সংসদ ভবন থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। 

605509451_716169884591989_1925052490202968567_n.png
খালেদা জিয়ার কফিনে প্রিয়জনদের শেষবারের মতো ছুঁয়ে দেখা। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিকেল সাড়ে ৪টার দিকে বিশেষ একটি বাহনে করে খালেদা জিয়ার মরদেহ জিয়াউর রহমানের সমাধির কাছে নেওয়া হয়।

607723607_2246883259136076_7941828433230084940_n.jpg
খালেদা জিয়াকে দাফনের পর পরিবারের সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

সমাধির কাছাকাছি নেওয়ার পর খালেদা জিয়ার মরদেহবাহী কফিন কাঁধে নিয়ে যান সেনা ও নৌবাহিনীর সদস্যরা।

606713094_1385604776560235_4304447519704594285_n.jpg
দাফন পরবর্তী দোয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া

দাফনের প্রক্রিয়া চলার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, ছোটভাই আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তার ছোট মেয়ে জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা, বিএনপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দাঁড়িয়ে শোক ও শ্রদ্ধা জানান।