৩০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল

By স্টার অনলাইন রিপোর্ট

আগামী ৩০ ডিসেম্বর রাজধানী ঢাকায় গণমিছিল করবে বিএনপি। আর ২৪ ডিসেম্বর ঢাকার বাইরের জেলা ও মহানগরে তারা গণমিছিল করবে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এ তারিখ ঘোষণা করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, 'আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় এবং ২৪ ডিসেম্বর ঢাকা ছাড়া অন্যান্য জেলা ও বিভাগে আমরা গণমিছিল করব।

গত ১০ ডিসেম্বর বিএনপি ঘোষণা দেয়, ২৪ ডিসেম্বর তারা গণমিছিল করবে। একই দিনে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। তাই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে ওই দিন গণমিছিল না করার অনুরোধ করেন। সেই অনুরোধে বিএনপি ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল না করার সিদ্ধান্ত নেয়।