রাস্তার পাশে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ২
নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা বাসটি এখনো ঘটনাস্থলে আছে। ছবি: সংগৃহীত
রংপুর সদর উপজেলার পাগলাপীরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাগলাপীর রংপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তারাগঞ্জ বালাবড়ি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহামুদ মোর্শেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে বাসের যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
তিনি আরও বলেন, দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।