আটক মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প

By স্টার অনলাইন ডেস্ক

সামরিক অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ছবি প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাদুরোর ছবিটি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, মার্কিন জাহাজ ইউএসএস আইয়ো জিমায় নিকোলাস মাদুরোকে ওঠানো হচ্ছে।

ছবিতে দেখা যায়, চোখ বাঁধা হাতে হ্যান্ডকাফ অবস্থায় নিকোলাস মাদুরো দাঁড়িয়ে আছেন। তার হাতে একটি পানির বোতল।

মার্কিন হামলার সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ঘুমিয়ে ছিলেন। তারা নিরাপদ স্থানে পালানোর আগেই অভিজাত মার্কিন ডেল্টা ফোর্স তাদের আটক করে।

আজ শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারকাসে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

তিনি ফক্স নিউজকে বলেন, 'মার্কিন সেনারা স্টিলের দরজা ভাঙার জন্য ব্লো-টর্চ নিয়েছিল। কিন্তু মাদুরো লুকানোর আগেই তাকে ধরে ফেলে।'

'তিনি (নিরাপদ কক্ষ) ভেতরে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু ঢুকতে পারেনি। আমরা প্রস্তুত ছিলাম। তিনি সেখানে পৌঁছাতে পারেনি,' বলেন ট্রাম্প।