সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৭

By স্টার অনলাইন রিপোর্ট

গাজীপুর গাছা বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধদের মধ্যে আনোয়ারুল ইসলাম (২৭), আলআমিন (২৫) সিরাজুল ইসলাম টুটুল (২৫), পারভেজ (৩৩) ও মিঠুকে (২৬) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

তবে দগ্ধ অপর দুজনের নাম জানা যায়নি।

দগ্ধ আনোয়ারুল ইসলাম জানান, তিনি ও আলআমিন গাছা এলাকার একটি প্রতিষ্ঠানে ওয়েল্ডিংয়ের কাজ করেন। আজ সন্ধ্যায় ডিজেলচালিত একটি কাভার্ডভ্যান নিয়ে বড়বাড়ি এলাকার হাজী ওয়াহিদ ফিলিং স্টেশনে যান তারা। কাভার্ডভ্যানটিতে এ সময় আনুমানিক দেড়শ খালি সিলিন্ডার ছিল। সেগুলোতে গ্যাস ভরতে শুরু করলে বিস্ফোরণ ঘটে। এতে গাড়িতে থাকা ৫ জনই দগ্ধ হন।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানতে চাইলে টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন ডেইলি স্টারকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা আগুনের খবর পেয়ে ৭টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছান।

তিনি বলেন, 'আমরা গিয়ে দেখি সেখানে একটি বড় কাভার্ডভ্যানের ভেতর ১৬৮টি গ্যাস সিলিন্ডার আছে। তবে সেখানে বিস্ফোরণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।'

'কাভার্ডভ্যানটি গ্যাস নেওয়ার সময় গ্যাসপাইপ লিক হওয়ায় আগুন ধরেছে বলে জানতে পেরেছি,' বলেন তিনি।