ঢাকায় নেমেই অনুশীলনে হামজা

By ক্রীড়া প্রতিবেদক

লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরী জাতীয় দলের হয়ে খেলতে ঢাকায় এসেছেন সকালে। সন্ধ্যাতেই জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে যোগ দিয়েছেন তিনি।

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

এশিয়ান কাপ বাছাইপর্বের হংকং, চায়নার বিপক্ষে হোম ম্যাচে আগামী ৯ অক্টোবর মাঠে নামবে বাংলাদেশ দল। ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলতে হংকং যাবেন ফুটবলাররা। এই দুই ম্যাচের জন্য সোমবার ঢাকায় নামেন হামজা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুল হাসান হিল্টন এবং অন্যরা হামজাকে অভ্যর্থনা জানান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢুকে খুব বেশি বিশ্রাম নেননি তিনি।

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

ঢাকায় নেমে বাফুফের পাঠানো  ভিডিও ক্লিপে হামজা বলেন, 'আসসালামু আলাইকুম। আমি নিরাপদে অবতরণ করেছি। ইনশাআল্লাহ, আমাদের একটি সফল ক্যাম্প হবে। ৯ তারিখে আমরা জাতীয় স্টেডিয়ামে হংকং, চায়নার মুখোমুখি হব। ইনশাআল্লাহ, আপনারা সবাই আমাদের সমর্থন করবেন।'

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

হংকং, চায়না দল আজ রাতে ঢাকায় নামার কথা রয়েছে। বাংলাদেশ তাদের বিপক্ষে ৯ অক্টোবর ম্যাচটি খেলবে

Hamza Chowdhury
ছবি: ফিরোজ আহমেদ

এদিকে, কানাডা-ভিত্তিক শমিত শোম আগামীকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বাংলাদেশ দলের হয়ে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলার আগে তিনি মাত্র একটি অনুশীলন সেশনে যোগ দেওয়ার সুযোগ পাবেন।